বন্ধু তোমার কথা আজো কানে বাজে।
বলেছিলে, কটু সত্য যদি বলার থাকে,
বলো সম্মুখে।
সততার উপহার পাবেই তুমি।
হয়তো বাচাল বলে বলবে লোকে।
যদিও এ পথে, চলার পথ শুধু বন্ধুর,
হাতছানি দিয়ে যায় দূর শত্রুর ।
তবু আড়ালের আলোচনা তুমি নির্ভিক
তোমার আদর্শে নির্ভুল,সঠিক।
কাউকে প্রশংসা যদি দিতে চেও,
যার গুণগ্রাহী তার আড়ালে দিও।
সম্মুখে গুণগান চাটুকারিতা ,
হাতেনাতে পাবে তার অপকারিতা ।


ক্ষুদ্র স্বার্থবশে, আমি সবই ভুলে যাই,
বন্ধু তোমার কথা সাধে না আমায়।