মনের টানে মেলামেশা, পথের টানে পথের দিশা,
জোয়ার টানে নদীর স্রোতে, ভাটার টানে মোহানাতে ।
সূতোর টানে পাখির মতো বাতাস মুড়ি’ ঘুড়ির ভাসা।
মনের আবেগ মুখের ভাষা,
মোহময়ী স্মিত হাসি,যেমন তুলির টানে মোনালিসা।


তোমার কাছে বারে বারে কিসের টানে ফিরে আসা!
মন দিয়েছি মন দিয়েছ, বলো বলো কিসের টানে!
কি টান বলো টান দিয়ে যায় হাজার বুনো পাখির গানে!


স্নেহের টানে প্রেমের টানে অটুট টানে ভালোবাসা,
টানাটানির সংসারেতে চোখের জলে স্মিত হাসা।
রূপ টানেতে চাঁদনী নেশা,
ফেনিল সাগর লাস্যময়ী,যেমন তুলির টানে মোনালিসা।