ধুলো মেখে ছুটোছুটি ঘাস বনে লুটোপুটি
ছোট ছোট খুনসুটি,
ফেলে আসা দিন গুলি কিশোর বেলা।
স্মৃতির অন্তরে ফল্গু নদীর মতো অন্ত সলিলা।


যৌবন উপবনে উপনীত আনমনে
মধুমিতা সাথী সনে,
কত কি শুনেছি শুধু হয়নি বলা।
না বলা কথা গুলো ফল্গু নদীর মতো অন্ত সলিলা।


কাঞ্চন কমল কলি সুকোমল কর গুলি
বক্ষে পড়েছে ঢলি,
কম্পিত হৃদয়ের আবেশ ঢালা।
তরঙ্গ অবিরাম ফল্গু নদীর মতো অন্ত সলিলা।


মোতি মোতি আঁখিজল আবেগেতে ছলো ছল
সুতনুকা ঢল ঢল,
মননের মাঝ খানে চিত্রলেখা চির নির্মলা ।
সময়ের স্রোতস্বিনী ক্ষন ফল্গু নদীর মতো অন্ত সলিলা।