সময়ের তাড়া খেয়ে
সারাটা সময় ছেয়ে,
সময়ের সিঁড়ি বেয়ে সময়ের পিছু পিছু ধাও,
গিয়ে দেখ,
সময়ের মরীচিকা নিমেষে উধাও।


ভেবে ছিলাম, এখন নিজেকে
সাজিয়ে নিই পোক্ত রণ সাজে,
যুদ্ধ শেষে সঠিক সময়ে দেখা করে
নেব আমি তোমার সাথে।
যুদ্ধ শেষ, যদিও রণ ক্লান্ত, বিজয়ী আমি।
বিজয়ীর বীর বেশে আজ তোমায় আমি  খুঁজেছি কত,
রণ ভূমে দেখেছি,সময় মৃত আর তার লাশ শত শত ।
সময় যোজন দূরে,
তোমার সন্ধান আমি পাইনি কোথাও
যেখানেই খুঁজে দেখি,
সময়ের মরীচিকা নিমেষে উধাও।