নারীসঙ্গ নারীঅঙ্গ মিলেমিশে একাকার
সনাতন  চিরন্তন ভাবনার পেয়েছি নিশ্চয়।
হে নারী পাশপাশি তুই, তবু তোর প্রিয় সঙ্গ নয় ।
নারীসঙ্গ সম্ভোগের জোয়ারে ভাসা শুধু অঙ্গময়!
সমাজে একসাথে বাস করি একি সহবাস !
(ভাবনায় বালখিল্য),হেসে ওঠে সমাজই দিয়ে অট্টহাস।


জীবন নদীর বুকে সহযাত্রী কত নারী,সঙ্গ আবৃত,
যখন সঙ্গ পেয়েছি কারো, তার অঙ্গ অনাবৃত।
একান্তে  ডুবেছি অতল তলে নারীসঙ্গ স্রোতে,
দেখি সঙ্গম মোহানায় একা আমি, নারী নিভৃতে।
তবুও তা নারীসঙ্গ  স্বীকৃত সমাজের মুক্ত পরিভাষা,
পরিহারি প্রীতনারী,
নারীসঙ্গ নারি ,সে যে কুহেলিকা অভেদ্য কুয়াশা।