ভাদর বউয়ের গতর পুষে ভায়ের ভাঁড়ার ফাঁক।
কাঠ ঠোকরার ঠুকুর ঠুকুর ঘুগুর ভীরু ডাক।
রীতি নীতির জলাঞ্জলি সল্প বেশে তাক।


গোঁফে তা দেয় পড়শী ছোঁড়া,
তার স্বভাবটা এক আগাগোড়া,
এগিয়ে আসে হেলে দুলে,
গলির মোড়ে গন্ধ পেলে।
এক নিমেষে পঙ্গপালের বিদঘুটে এক ঝাঁক।
শকুন নাচা ভাগাড় যেন ঝাপসা গলির বাঁক।


খোলা হাটের দেদার বাজার,
এদিক ওদিক হাজার হাজার।
রঙিন আলোর ঝলকানিতে ঝকমকিয়ে যাক,
ঠেকে ঠেকে উগ্র নাচন বাপের কাটায় নাক।