অস্থির তরঙ্গ নীর সিন্ধুর বক্ষে,
নিশ্চিত পরিনতি জানে নটী তটিণী
তবুও অনন্ত চলা উদ্বেলিতার
কুল ভাঙ্গি সীমাপার অচেনা গামিনী।
মিলনের মঞ্জিলে মর্ম্মর মহলে
নিসিক্ত নব প্রানে ছোট ছোট ঢেউ
জীবনের স্রোত ধারা আবহমান
দূর হতে মনে হয় চেয়ে আছে কেউ।


বদলে যায় কত কিছু
সকলের চোখের আড়ালে,
বারে বারে পথ হারায় ক্ষীন নদী ধারা
হৃদয়ের বির্বতন চক্র মনের আড়ালে।