টলমল পা ফেলে ছোট ছোট কদমের কলিতে
কত বার মুখোমুখি বড় বড় ভুল,
ভুল গুলো সকলের প্রিয় তাজা ফুল
যেন এখনই বাগিচা হতে ভরেছি ডালিতে।


ঠুংঠাং ভেঙ্গে ফেলা ছোট ছোট দুহাতে
শৈশবে মেতে ওঠা কত কত বার,
ভাঙ্গা গড়া ওঠা পড়া চলে আকছার।
তবু স্নেহ আর ভালোবাসা ভরপুর ঝুলিতে।


আজ দৃঢ় পা ফেলে বড় বড় কদমের ঢালিতে
মাঝে মাঝে মুখোমুখি ছোট ছোট ভুল,
ভুল গুলো সকলের তিক্ত চক্ষুশূল
যেন এমনই পিশাচ আমি হিংস্র গলিতে।


সংশয় রেখা আঁকা বড় বড় দুহাতে
বড় হতে মেতে ওঠা কত কত বার,
প্রতিঘাত পাওয়া শুধু হয় আকছার
আপশোষ,বুঝিতে চাহে না কেহ কি চেয়েছি বলিতে ।