মনের শীসায় প্রতিচ্ছবি
স্নিগ্ধ কোলাহল,
কোজাগরীর জোছনা মেখে
কোথায় যাবি বল।
তোর কোমল ঠোঁটের শীতল আগুন
জ্বালায় দাবানল।


বন ঝরনার ঘুঁগুর পায়ে
শিউলিরাতের ওড়না গায়ে,
ভরা জোয়ার তীর ভাঙ্গে তোর
দামাল সাগর জল।
আমার মরু বুকে মরীচিকা
সাত রঙা রাম ধনুর রেখা।
আছিস তবে কোথায় যেন,
কিসের এত ছল!
কোথায় তোরে আদর করি
আপন করে জড়িয়ে ধরি,
তোর মাতাল মাতাল দীঘল আঁখি
প্রেমের শতদল!
তোর কোমল ঠোঁটের শীতল আগুন
আবেগ পরিমল।