অন্তর বাস ছিঁড়ে, ছুঁড়ে ফেলে আস্তাকুঁড়ে,
আদিমানবের অন্ধকার গুহা হতে
আধুনিকা প্রকাশিতা চৌরাস্তার মোড়ে।


অন্তর বাস নগ্নতা কবে ঢেকেছে ?
শতাব্দীর অজ্ঞতার তোরঙ্গ বালিশ,
পাশে নিয়ে শুয়ে থাকে সভ্যতার ঊষা লগ্ন  হতে,
সংস্কারের ভ্রান্ত মলম কে কবে আর গায়ে মেখেছে!


শালি জমির মতো  বহু ফসলা,
ছলনার আচ্ছাদনের অন্তর বাসনা,
নিষ্ঠুর কর্ষন অন্তর বাসে ঢেকে,চলে বেলা অবেলা।


আজ প্রকাশ্যে সহ বাস সকলের সাথে,পূর্ণতার পুনর্জনম
নব জাগরনের দীপ প্রজ্বলিত, নির্মলা মুছে দেয়
পর্দাসীনা ঘন কালো দিনে।