যখন দাগ থাকে না ঠোঁটের কোনে
সাপের চুমু চেটে,
তখন আলতো হাসির লুকোচুরি
কমলা কোয়া ঠোঁটে।
যদি মারন বিষে নীল হয়ে যায়
লোহিত কণার ধারা,
যদি মুকুলটাতে বোল ধরে যায়
কৌতুহলী ওরা।
বন্ধু তুমি বিষাক্ত নাগ
এই শিরোপা জোটে।


সাপের মুখে চুমু খাওয়া
সহজ কথা নয়,
তবু নেশার ঘোরে ভাসিয়ে দিয়ে
উজান স্রোতে বয়।
যেমন হাল ভাঙ্গা নাও পাক খেয়ে যায়
নদীর ঘাটে ঘাটে।


আবার ঝাঁকি ভরা নতুন পুতুল
নতুন ফেরীওলা,
সেই পুরানা ডাক দিয়ে যায়
সেই পুরানা গলা।
শুনি যে তার প্রতিধ্বনি
গলির বাঁকের হাটে।