আজকে স-ব-ই ভিন্ন
তবু শতেক তোমার চিহ্ন
অনাদরে অবহেলায়
মূল্যহীনের পন্য।


কবেই মৃতা ঝিনুকমালা
শুষ্ক বালুর সাগর বেলা,
একটি ফোঁটা মুক্তো বুকে
নীরব নিরালা।
মুক্তো বুকে মুক্তি নিয়ে
সব বাঁধনের মুক্তি দিয়ে,
সুপ্ত একা বালিয়াড়ীর
চূর্ণ আঙ্গিনায়ে।


মুছে গেছে পথের রেখা
নিভে আসে প্রদীপ শিখা,
মিলিয়ে নিও স্মৃতি তোমার
যত্নে আছে রাখা।