ঝড় টুকু বয়ে যায় ক্ষনিকের তরে,
ভিত টুকু নেড়ে যায় কারও কারও ঘরে।
হৃদয়ের কাঠামোয় চিড় ধরিয়ে,
ভালোলাগা দিন গুলো দূরে সরিয়ে,
সুখ পাখি ভাঙ্গা ডানা  জমির পরে।


বহুদূরে মনে হয় ছিলো এক চর,
যেখানে ভালোবেসে বেঁধেছিলে ঘর।
প্রতীক্ষায় পথ চেয়ে থেকে কারো তরে।
সে ঘরে আগল ভাঙ্গা, হাট হয়ে খোলা,
কে-ব-ল নি-র্জ-ন-তা ছেয়ে এই বেলা।
জলছবি স্মৃতি মাখা অশ্রু নীরে।