নিঃশর্ত কথার কথা
শর্ত বিনা কি বা চলে!
নিঃশর্তে বরমালা কেনই দেব তোমার গলে!
কেনই বা কেউ হাত বাড়াবে প্রিয়তমা এসো বলে।


দেওয়া নেওয়ার চোরা স্রোতে
চরাচরে আছেই মেতে,
সফেদ ঝুটার গুলদস্তা আমার হাতে ধরিয়ে দিলে!
মানো কিম্বা নাইবা মানো,
বিকি কিনির বাজার যেন,
বিক্রীত কেউ,কেউ বা ক্রীত সমাজ নামের ঘোলা জলে।


শর্ত মেনে ছায়া পথে মিলে মিশে গ্রহ তারা
শর্ত মেনেই প্রতিবেশী তুমি আমি আমরা ওরা।
যেন হাসির রেখায় করুন বাঁশী গুমরে কাঁদে তলে তলে।


(মায়ের স্নেহ বাদে)