আমি হলাম ঢেঁকির স্বামী
তুমি ঢেঁকির গড়,
মাথাকুটে মরি আমি
যেমন লাগাও পড়। (গুঁতা)
এফোঁড় ওফোঁড় খিল লাগানো
কোমর ফুটো করে,
ঝুলিয়ে রেখে শূন্যে আমায়
শুলার  উপরে।
ধানভানা গীত নিত্য শুনে
কর্ণ ঝালাপালা,
এমন লাথি খেয়ে গীতি শোনা
চলছে সারাবেলা।
ধানভাঙ্গানি ছিঁচকাঁদুনি
ওর কথাটাই ভারী,
আমার দরদ কেউ বোঝেনা
কোমর ব্যাথায় মরি।