নেশা মত্ত চরাচরে বিশ্ব নেশার শিবির।
ঘোরার নেশা এই ধরনীর
আপন মনে ঘূর্নিত, তাই দিন আসে রাত আসে।
জীবন  মরন চক্রবূহ্যে নেশার তাড়নায়।
জল ভরা মেঘ আকাশ তলে হাওয়ার সাথে ভাসে।


খড়কুটো সব জোগাড় করে নীড়ের আয়োজন,
তোরে ছুঁতে আমার তো তাই মন করে কেমন।
লাজুক চোখে চাওয়ার নেশা আমার পানে তোর,
দোষ দেব না এও নেশা রাত্রি শেষের ভোর।
অমোঘ নেশা নদীর স্রোতের চুমে সাগর বেলা,
শৈলরাজি অচল অটল স্তব্ধ নিরালা।


কোন মদিরা পান করে সব মত্ত ভুবনময়,
এমন নেশার মাতলামিতে বিশ্ব সচল রয় ।