আমার পেশা কলম চষা চাষীর পেশা চাষ,
ও সুবেশা তোর কি পেশা?
একটু বলে যাস।
তোর কি পেশা মুখের ভাষা! মুখেই জগৎ মারে
দেখতে খাসা ,
খুব সুবেশা লুটের বাজারে।
কখন আবার রক্ত চোষা, কেউ বা চতুর সর্বনাশা।
তবে চেনাই বড় দায়।
মুক্ত পেশা,লগ্নি ভাষা, বংশ পরম্পরায়।
লাভের কড়ি গ-ড়া গ-ড়ি,
ক্ষতির বহর শূন্য,
হায় রে,এও পেশা বারুদ ঠাসা
আজ সমাজে গন্য।