এক দিন দেওয়ালে পিঠ ঠেকে যায়,
একক ক্ষমতা  কই,
যে ধাঁচাটা পুরোই পালটে দেব আমি!
তাই ধাঁচার আদলে ঢেলে নিই।
সন্ন্যাসী কাঁকড়ার মতো দীর্ঘ অপেক্ষা,
কখন সমুদ্র ঢেউ থিতিয়ে আসে।


অশান্ত ঝড়ের রাতে নব্য আগন্তুকার মমতার টানে,
ডুবে যেতে যেতে অবশিষ্ট তলানির বিশ্বাস বুকে
বাঁচার অদম্য আশা খড়কুটো ধরে।
তাই তার ঘাস ফুলে সাজিয়েছি বেদী।


দূর্ভাগ্য, মর্মভেদী আর্তরব জনপদ ঘিরে,
গভীর রাতের কন্টকিত দিশহীন জঙ্গল মাঝে,
শিকারীর রুদ্র গর্জনে শিকারের ক্ষীন আর্তনাদ
ঢাকা পড়ে বন্য আঁধারে।


কখন সূর্য্য ওঠে পথ চেয়ে পূবাকাশে,
শ্বাসে প্রশ্বাসে ,অবিশ্বাসে, উষ্ণ বাতাসে
বারুদের ঘ্রান।
প্রান যেন পানীয়,নিমেষে চুমুক কেউ দিতে পারে হায়।