পর্ব-১


অত শত বুঝিনে বুঝতেও চাইনে,
আমরা হেমলীনের বাশীঁওয়ালার পিছনে
ইস পার কি উস পার করবো ভেবে
ঈগলের মত নখরে শান দিয়ে তবে,
উন্মত্ত বুনো হাতির মতো ধান ক্ষেত মাড়িয়ে
ঊষার প্রথম কিরণে স্নাত দলে দলে
এবার বেরিয়ে পড়ি,ওরা কোথায় লুকিয়েছে।
ঐ যারা রান্না ঘরে রাজ নীতি ঢুকিয়েছে,
ওদের চরম শিক্ষা দিতে হবে এইবার।
ঔষধের পার্শ্বক্রিয়া বড়ই ঘাতক জীবনের কাল।
ঋজু মনের অন্তরালে যেন দুধারি তরোয়াল।
...
কাদের ঘরের জোয়ান ছেলেরা যেন অস্ত্র কাঁধে জঙ্গলে গেছে,
খবর ঘূর্ণি ঝড়ের মতো মূর্হূতে পাক দিয়ে যায়।
গরীবের গায়ে রক্ত কত টুকু তবু শোষণ অবিরাম।
ঘরের চালে খড় নেই দুবেলা উনুন জ্বলেনা
...
চোরেরা সিঁধ কাটে পেট মেরে।
ছাগলের তৃতীয় ছানার মতো কেবল লাফায়,
জঙ্গলের পাতা ঝরে গেছে নতুন পাতার আশায়।
ঝর্ণার জল শুকিয়েছ আকন্ঠ তৃষ্ণা নিয়ে বুকে।
...
তখনি স্বপ্নের ফেরীওয়ালা শুধু স্বপ্ন বেচেছে।
থালা ভরা অন্ন,প রিবার প্রতি ঘর
দারুন সুখের দিন হাতের মুঠোয়।