পর্ব-২
ধামসা মাদোল বাজিয়ে নেতার বরণ কলরব ধ্বনি সাথে,
নির্মল মুখের হাসি।বিপ্লবের নামে উসকানি ভাষণে মাতে।
টগবগিয়ে ছুটছে যেন লুটত রাজের ঘোড়া গ্রাম নগরের পথে।
ঠুঁটো সেপাই সান্ত্রীরা সব লাশের মতো বসে মুদ্রিত নয়নে ।
ডাক দিয়ে যায় হাহাকার রবে কাল পেঁচারা কাল সন্ধ্যার ক্ষনে,
ঢাকের ধ্বনি প্রলয় তালে, শঙ্কা জাগে, শান্ত মনের কোনে।
...
পরাভূতর রক্ত কনায় প্রতিহিংসার বীজ অঙ্কুরিত  পলে পলে।
ফেরারী অনামা দুশমনের প্রতি,মারমুখী জনতা রণউল্লাসে জ্বলে।
বর্বতার চরম অনুশীলন,খুন করে খুন শেখে,লুঠ শেখে লুঠে লুঠে।
ভরা জ্যৈষ্ঠের প্রানঘাতী উষ্ণতা চরমে উঠে।ফুটিফাটা ধূধূ মাঠে
মরা ঘাস এলোমেলো উড়ে।দিন বদলের ডাকে তপ্ত কোলাহলে।
যারা আস্তিনে বাঘ নখ পরে আলিঙ্গনের নামে কেবল কলিজা ছেঁড়ে।
রাজপথে দিবা লোকে লাশ পড়ে গড়াগড়ি খায় অবহেলা অনাদরে।
লাজ হারায় রমনীর চায়ের কাপে,বিল্পবের ভয়াল ভীষণ চাপে।
বংশ পরম্পরায়  মিলে মিশে গড়া সমাজের সনাতন সুর,
শতাব্দীর ভিত তুলে উৎপাটিত ভেঙ্গে পড়ে  চূর চূর।
ষড়যন্ত্র,প্রতিশোধ,প্রতিহিংসা পটে গৃহদাহ নিত্য ঘটনা ঘটে।
সর্বনাশের সব দরজাই খোলা পিছনের চোরা পথে।
হার নয়, জিৎ চাই যে কোন মূল্যে, ক্ষমতার অলিন্দে যেতে ।
...
ক্ষনিক বিরতি ফাঁকে মৃত বোবামুখ চেয়ে থাকে অপলকে।