পর্ব-৩


অন্ধকারের গুপ্ত ঘাতক ক্ষিপ্ত কালান্তক সশস্ত্র
যমদূত যেন দুয়ারে দাঁড়িয়ে,
আসে গভীর রাতের বধির নিঃশব্দতা ভেঙ্গে
মৃত্যুর ফরমান নিয়ে।
ইতি যেন এখনই নিশ্বাসের শেষ নির্গমন।
থেমে যাবে জীবনের ধারা।
ঈঙ্গিতে ডেকে নেয়,ঘুম চোখে বেরিয়ে আসার।
সমাবেশে যেতে হবে।
উর্দিধারী চেঁচিয়ে ডাকে,
বেরিয়ে আসুন, জনতার আদালতে বিচার আছে।
ঊষীশের কৃষ্ণবস্ত্র শুষে নেয়
জীবনের আশীষের শেষ আলোটুকু।
এ এক দম বন্ধ ঘূর্নিস্রোত
অন্ধ-মুখে তলানির আগে চেয়ে থাকা।
ঐ যেন টেনে নেয় পলকের সাথে,
এই বুঝি জীবনের শেষ পল দেখা।
‘ওখানে সবাই গেছে তোমরাও চলো,
‘বিপ্লব জিন্দাবাদ’ হুঙ্কার মুহুর্মুহু রবে।
...
ঋন যেন বাকী আছে গত জনমের
এ জনমে পাই পাই শোধ দিতে হবে।