এক স্বর্গীয় চেতনা যে,
সে আমার মা         
ক্ষমার প্রতিকৃতি,
সে আমার মা।


আমি তো একটি জীবনের স্বপ্ন,
ঐ স্বপ্নের রূপ রেখা!
সে আমার মা।


জীবনের মুসকিল বন্ধুর পথে-
যে আলোক শিখা,
সে আমার মা।           


সকল দুঃখ ও ধৈর্য্যের         
এক নতুন প্রেরনা,
সে আমার মা।


সকল ব্যার্থতা পরাজিতে,
যে সফলতার সিংহদ্বার
সে আমার মা।
      
মহাশয়া মা আমার ক্ষততে মলম,
যে শান্তির মন মহৌষধ
সে আমার মা।

দুনিয়াতে নেই মা’র কোন বিকল্প
মমতার পূর্ণরূপা,
সে আমার মা।


সে আমার মা,
সে তোমার মা,
সে সবার মা।