বিবর্ণ পান্ডুর পাতা গুলো, ঝরে ঝরে পড়ে,
লুটোপুটি খেতে খেতে মুখ ঢাকে সবুজ ঘাসের।
আলো নেই হাওয়া নেই ধীরে ধীরে চাপা পড়ে
ঘাস গুলো হলদে হতে হতে
মিলে মিশে একাকার হতেই থাকে পান্ডুর প্রান্তরে।


কত বার ভেবেছি জ্বালিয়ে দেব এক সাথে  সবই।
তবে ভয় হয়, উত্তাপে গলে যাবো নাতো ?
তখন কে আমার চিতা ভষ্ম ছড়িয়ে দেবে
শান্ত তরঙ্গ হীন নদী প্রবাহে!
তবে কি এখন কিছু করনীয় নেই,
সকলেই দূরে দাঁড়িয়ে,শুধু ধ্বংস দেখে যাবে ?