পাশের ঘরের মানুষ গুলোই
কেমন যেন অচেনা সব,
অনেক দূরে তারার মতো
মিটি মিটি তাকিয়ে নীরব।
কখন আবার উল্কা হয়ে
নিজেই জ্বলে খসে পড়ে।
ভষ্ম হবেই জেনেও তবু
ভয়ের বাতাবরণ গড়ে।


তবে কি দরজা গূলোয়
আগল দিয়ে
ঘরের কোণে থাকবো বসে,
নাকি আর একটি বার
তার আঙ্গিনায়
বসবো গিয়ে একটু হেসে।


বলবো তারে, আমার কথা
এক্কে বারে ভুলেই গেলে।
লড়াইটা তো ওদের সাথে,
আমার সাথে তুমিও ছিলে।


তবে আবার কেন ভাগাভাগির
রাগারাগির রাস্তা নিলে।


২৩/১২/২০১৫