আয়নার প্রতিবিম্ব ক্ষনিকের,নিমেষের সাথে।
ছায়া দীর্ঘ পথ পাড়িদেয় আলোর সংগতে।
আলোক রয়েছে তাই ছায়া,প্রচ্ছায়া।
জানি ছায়ায় হারিয়ে যাবে সবার ছায়া।  
কিন্তু ছায়া কিম্বা প্রচ্ছায়ায় প্রতিবিম্ব প্রস্ফুটিত  
দর্পনের মায়া।


কে কবে এগিয়ে যাবার পথ খোঁজে আয়নার
প্রতিবিম্ব মাঝে!বরং পিছনে ফিরে দেখা সাবধানী
রেখেছি নিজে। তার পর স্মমুখে তাকিয়ে দেখি  
বাস্তবের বন্ধুর পথ। যেথায় অতীত নেই শুধু ভবিষ্যত।


ছায়া আর প্রতিবিম্বে যোজন তফাৎ। ছায়া সঙ্গী।
প্রতিবিম্ব ক্ষনিকের সস্তা বাজিমাৎ।