রাত আসে চুপিসারে নিশিথিনী সেজে।
স্বপ্ন এঁকে দেয় দুটি আঁখির তারায়।
যে পারে যত্ন করে রেখে দিতে পটচিত্র গুলি
দিবসের  আলোক স্রোতে ভেসে যেতে পারে তো তারাই।
(স্বপ্ন সেকি সত্য হয়! নাকি স্বপ্ন নিয়ে বেঁচে থাকি
আপন জগতে।নাকি অতৃপ্ত বাসনা যত ভীড় করে
থরে থরে সেজে  ওঠে  স্বপ্ন মেলাতে।)


তবু সাহস রাখি স্বপ্ন দেখার, গন্তব্যে পাড়ি জমানোর।
যদি স্বপ্ন দেখার সাহসই না থাকে, তবে কি সফলতা
খুঁজে পাবে ভোর?