দুঃখ ছাড়া হয় কি পদ্য?
তবেই তো এই দুঃখ নিলাম
কি আর হবে সুখটি চেয়ে
দীঘির জলে পা ডুবালাম …
সুখ সুখ সুখ ..সুখের লাগি
ইধার উধার সব খোয়ালাম ।
এবার না হয় দুঃখ বেঁচে
দিল্লি যাবার শপথ নিলাম ।
তোমরা সবাই ভালো থেকো
নিজের মাঝে নিজের সাথে ।
চললুম আমি চললুম ওগো
শুন্য হৃদয় রিক্ত হাতে।
সকল দুঃখ বেদন গেঁথে
লিখবো না হয় এক কবিতা ।
দেখবে সেথায় পাবে তোমায়
সে,ও,তাঁর সে ছবিটা...।
যে ছবিটার মুখটি জুড়ে
মোনালিসা হেসে বেড়ায় ।
উল্টে দেখো সময় হলে
মুখোশ মানুষ নাওটি ভেড়ায়।
তোমরা না হয় চালাক চতুর
মিথ্যে সুখে মিথ্যে দুখে ।
আমি না হয় সত্য নিয়ে
রইবো পড়ে মরুর বুকে ।