এই ভর সন্ধেবেলা
বাইরের পৃথিবী যখন ব্যস্ত সময় পার করছে
যে যার মতো
একলা আমি পরে রয়েছি আমার পৃথিবীতে
আমার পৃথিবী বলতে তো সেই
ত্রিশ বছর বয়সী বিছানা, ল্যাপটপ,প্রিয় দোলনা চেয়ার
আর ছোট্ট ঝুল বারান্দাটা
মাথার ব্যথাটও ভোগাচ্ছে বেশ কিছুদিন
আজ কিছুই ভালো লাগছে না
খুব করে মনে করতে চাইছি পুরনো কিছু ভাল মুহূর্ত
চোখ বন্ধ করতে ভেসে আসে
আমাদের সেই শহরতলীর বাসাটি
আমার কিশোরী দিনগুলি
বৃষ্টি শেষে মাটির সোঁদা গন্ধ
জানালার পাশের রক্তিম
কৃষ্ণচূড়ার তলাটি
একবার খুব শিলা বৃষ্টি হয়েছিল
মনে পরে মিতুকে নিয়ে নেমে পরেছিলাম শিল কুড়াতে....  
                                                                   (  চলবে... )