ওই মেয়েটি একলা কাঁদে
একলা বাঁচে
একলা হাসে
কি যেন এক বিষণ্ণতায়
বুকের ভিতর পাষাণ বাঁধে ।


উদাস উদাস বুকের মাঝে
শুকনো পাতার নূপুর বাজে
বিন্দু বিন্দু চোখের  কোনে
শিশির ভেজা সপ্ন বোনে ।


বিছছিরি!এক মায়ার টানে
ছুটছে নিরুদ্দেশের পানে
প্রদীপ বিহীন ঘোর আধারে
কোথায় যে যায়
ইশ!!!  আহারে!!!


ওই মেয়েটি একলা চলে
একলা বলে
একলা ভোলে
যদি কোথাও পাও তাহারে
চিনিও ...তার বন্ধুটিরে... ।