বিদ্যুৎ থাকলেও আজকাল হাতপাখাই ভরসা
সেটার দিকেই তাকিয়ে থাকি অপলক,
বৈদ্যুতিক পাখাটা বন্ধ রেখে।
গোলাপ দুটো শুকিয়ে গেছে জেনেও
বারবার নাকের কাছে নিয়ে আসি তোমার অস্তিত্ব অনুভবে
ফুল নয় যেন তুমিই আছো আমার সামনে।
নিজেই নিজের হাতটা শক্ত করে ধরি
এ হাতে সে তোমারই স্পর্শ লেগে আছে
কলেজ মাঠে কিংবা অন্য কোথাও।
বল ভোলা কি যায়?
কিছু কথা, কিছু স্মৃতি
কিছু সময় সুখ ও দুঃখে।
ভালবাসি তাই যত শঙ্কা জাগে মনে
তুমি চলে আসো চলে আসো নিশি কাব্য বুনতে
হারিয়ে যাই কোন দূর অজানা অচেনায়
বাধতে নীড় একান্ত আমাদের।