আমি তোমাকে বিদায় জানিয়ে তোমার মতই
ভুলে থাকতে চেয়েছিলাম; পারলাম আর কই
মাঝ থেকে বিয়োজন হলো কিছু সময়
তোমার শোকে উপবাস, অশ্রুচূত নয়নের প্রলেপ
আর ঘুমহীন রাত্রি যাপন।


কেউ কাউকে ভুলে যেতে পারে না
এ আমি বিশ্বাস করি না
অথচ আমি ভুলে যেতে পারিনি
অলিখিত কাবিন, টুকরো স্মৃতি,
আর জমা হওয়া গল্পগুচ্ছ।
এ কি আমার অপরাধ?


পৃথিবীর সবাই যখন স্বার্থান্ধ
তখন তুমি বা কেন
মহৎ হবে! আমাকে করুণা করবে
ভালোবাসার বিনিময়ে!
তোমার ভালোবাসার বিনিময়ে; আমি করুণা নিয়ে
বেঁচে থাকতে চাই না প্রিয়তা।


এর চেয়ে তুমি আমাকে ভুলে যাও
আকাশের একটা নক্ষত্র বাড়ুক
অবেলায়, যে চেয়ে  থাকবে তোমার পানে।
তুমি হয়ত আকাশ দেখার পাগলামি করবে না
সে তবুও জ্বলজ্বল করবে
তোমার কোনো এক রাত্রি বিলাসের অপেক্ষায়
যেদিন তোমার প্রিয় মানুষটার কাঁধে
মাথা রেখে চাঁদ দেখবে
সেই ফাঁকেই দেখে নিব তোমার হাসি মুখ।


মানুষ বিরহে পরলে হতাস হয়
আর আমি হয়েছি উজ্জীবিত
হামাগুড়ি দিয়ে হেটে যাই মৃত্যুলোকে।