যদি কখনো পৌষের গোধূলি লগ্নে
ছাতা মাথায় হেটে যাও, যাবে
আমি আশ্চর্য হব না।
যদি ঐ বৃত্তটায় লুকিয়ে থাক
অথবা দৌড়ে পালাও খুকির মত
মাতাল হাওয়ায় শেম্পু করা চুল উড়িয়ে
কিংবা হারিয়ে যাও কোন অবেলায়
হয়ত তোমাকে খুঁজব না।
যদি কখনো হাতটা বাড়িয়ে দাও
হউক শত অবহেলায়
তাহলে শ্রাবণের বৃষ্টিতে
তোমার হাত ধরে ভিজতে রাজি
সামান্য বৃত্ত কেন মহাশূন্যে খুঁজে নিব
এভাবে একা নয় দুজনেই
হাতে হাত রেখে হেটে যাবো
কোন অাটপৌরে বেলায়।