স্তব্ধতার বুক ভেদ করে প্রতিধ্বনিত হয় আর্তনাদ!
বাবুরা এ তোমরা শুনবে না
মানবতার কানে আজ ইয়ারফোন
সে হয়ত শুনছে কোন বিদেশি সংগীত
আর আমরা ভাওয়াইয়ার কণ্ঠে ডাক দিয়ে যাই বাউদিয়াদের,
"জাগো, বাহে কোনঠে সবাই।"


জানেন একদিন গ্রেনেড কাঁধে নেমেছিল মাতৃভূমি রক্ষায় এরাই
অনেকে জীবন দিছেন অকাতরে
আজ এগুলা ইতিহাসে ভাঁজে আছে কিংবা হারিয়েছে
অথচ আমাদের হিসাব মেলে না সেই আদিকাল থেকে আজও
আমরা বন্দি আজও ঔপনিবেশিক শিকলে
আমরা বন্যায় ভাসি
ক্ষুধাতুর চোখে তাকিয়ে ভাবি, ক্যান জীবনডা এমন বাহে!