বলেছিলে কোন এক পূজোয় এনে দিবে রেশমি চুড়ি
কোন এক সন্ধায় নিয়ে যাবে সিনেমা দেখতে
কোন এক বৃষ্টিতে ভিজব দাঁড় কাকের মত
কোন এক জোৎস্নায় হাত ধরে হেঁটে যাবো রেললাইনে
কোন এক অমাবস্যাতিথি কেঁটে দিব গাছ তলায়।


কোন কথাটা রেখেছ তুমি?
সমাজ, ধর্ম, মান-সম্মান বাঁচাতে একটি কথাও রাখলে না।


আমি আজও অপেক্ষা করি তোমার জন্য
পূজো এলে হাতের কাঁচের চুড়ি খুলে রাখি
সন্ধা হলে আজও সেজে বসে থাকি উঠানে
বৃষ্টি এলে দরজায় দাঁড়িয়ে খুঁজি তোমাকে
জোৎস্না রাতে চেয়ে থাকি রেললাইনের দিকে
অমাবস্যায় ঘুম ধরে না ভ্রান্ত আশাতে।


কেন তুমি মিথ্যা স্বপ্ন দেখালে আমাকে?
কেন তোমার অপেক্ষায় কাঁটছে আমার অনন্তহহীন প্রহর?


..................................................................।
কেন মিথ্যা স্বপ্ন দেখালে?
-জরীফ উদ্দীন