হতাশা মাকড়সার জালের মত চারদিক থেকে ঘিরে ধরেছে
এখনও মাথায় পোকার মত কিলবিল
করে দুষ্টু চিন্তারা
ভাবলেই কেঁদে ফেলেন, মনে করে পুরনো স্মৃতি
চোখ থেকে কখনও বেড়িয়ে অাসে জোনাকি পোকা
কানের কাছে একটানা ঘ্যানঘ্যান করে দ্বিমুখী মাছিগুলো
দু'গালে আদর করে চুমো দেয় প্রিয়তমা মশা
দুই হাত দেখলে মনে হয় দুখানা শুকনো কঞ্চি
যা পরে অাছে কংকাল শরীরের দুদিকে ছড়িয়ে
কি জানি সংগ্রামী পা দু'খানি ধর্মঘটে ব্যস্ত
পাকস্থলী চিনচিন করে উঠে হয়তবার
একটু শান্তি করে কিংবা না করে একমুঠো খেতে।
আর এই লোকটা জীর্ণশীর্ণ চেহারা নিয়ে
সহে যাচ্ছে অবিরাম নিরবে প্রতিবাদহীন
খেয়ে না খেয়ে প্রতিদিন প্রতিমুহূর্ত।
অথচ এই লোকটার হুংকারে একদিন
থরথর করে কেঁপেছিল বসুধা
বাঘে মহিঘে খেয়েছিল পানি এক ঘাটে
মানুষ জন ছিল হুকুমের দাশ।
আর আজ এই অসময়ে?
হে মানব সন্তান এর থেকে কি কিছুই শিখতে পাওনা!


৬ মে, ২০১৪