শুক্লা দ্বাদশীতে আমাদের আবারো মিলন হবে
নিশিতে কোন নির্জন তেপান্তরের মাঠ
তখন জোনাকী জ্বালাবে নিয়ন আলো
গলা ছেড়ে গেয়ে উঠবে ঝিঁঝিদের দল,
সব পাখি ফিরে যাবে নীড়ে ক্লান্তি শেষে,
নিশাচর পাখি জেগে থাকবে আমাদের মত
স্বাক্ষী হয়ে জানান দিবে উত্তর থেকে দক্ষিণ মেরু
ভেসে আসা কোন বুনো ফুলের সুবাসে মাতাল বসুধা
আমরা দাড়িয়ে থাকব মুখোমুখি
একান্তে এক নব অভিসারে
কিছুক্ষণ পর আমাদের নিশ্বাসের শব্দ বেড়ে যাবে।
ভুলে যাব কোথায় আছি?
কোথায় ছিলাম ?
ভুলে যাব আমাদের পরিচয়, আমাদের পিতৃ-গোত্র,
আমাদের হীন সমাজ,
আমাদের অস্তিত্ব,
আমাদের দুষ্ট অতীত।
অতঃপর বিলিন হয়ে যাবে সব
সুবহে সাদিকের নতুন পরিচয়ে।


(অভিসার _ জরীফ উদ্দীন)