অধরা, বিবর্ণ স্বপনগুলো আজ খিলখিল করে হাসে
পান্তাভাতের মাটির থালার খেলা করে
দুটা কাচা মরিচ, একটা কাটা পিয়াজ, এক টুকরো ইলিশ
এক কোনে হাবুটুবু খায় শুটকি ভর্তা
এই যদি হয় আমাদের সংস্কৃতি তাহলে আমি বাঙালি।


আলপনায় সাজে রাজপথ, বিছানো প্রজাপতির ডানা
মঙ্গল শোভাযাত্রায় জেগে উঠে আমার পুরানো বাঙালিত্ব
অধরা, বলো এই জীবনে আর কি চাই!


অধরা, বিকেলে তোমার হাত ধরে হেটে যাওয়া গন্তবহীন পথ
শাড়ির আঁচলের বেখেয়ালিপনায় এলোকেশের উড়ান
কপালের লাল টিপের চন্দ হাসি, ঠোঁটের মিষ্টি প্রলেপ
আর আলতা রাঙানো পায়ের নূপুরধ্বনি; কার না ভালো লাগে!
মন চায় সারাটা বছর পহেলা বৈশাখ লেগে থাক!