ইনি নারীবাদী লেখিকা
(ভদ্রমহিলাকে দেখান মোবাইলের স্কিনে
)
আন্দোলন ওনার নারীকে জাগাতে
নিজের ঢোল নিজেই পিটিয়ে বলেন।
হ্যা উনি তো দাবি করেন লিখে
নারী স্বাধীনতার নামে যৌন স্বাধীনতা।
সাহিত্যের নামে রগরগে সস্তা যৌনালাপ
পৃষ্ঠার পর পৃষ্ঠা। বিছানা আর পুরুষ দেখলেই
শুয়ে পরেন কিংবা পুরুষ তাকে দেখলেই
ঝাঁপিয়ে পরেন। স্বীকার করেন অকপটে
পাবলিক প্রেস থেকে শুরু করে ক তে
তার লেখনীতে। লজ্জা-শরমের নাম
বেহায়াপনার
গল্প। পড়তে কিন্তু মন্দ না।


এই যে জনাব, চুপ রাও।
উনি নারীবাদী ভদ্র মহিলা যা লেখেন সব বাস্তব!!


বন্ধুদের আড্ডা জমে লাল চায়ের ধোয়া উড়িয়ে
নিকোটিনের আত্মহননের মধ্যদিয়ে।
কেউ চুপ মোবাইলের স্কিনে চোখ রেখে শোনে
বিনা বাক্য ব্যয়ে। কেউ শুনে হাসে
কেউ চায় তারে জীবনে একবার শয্যা সাথী
হঠাৎ একজন ভদ্রতার খোলস ঝেড়ে ফেলে বলে,
দোস্তরা তোরা থাক আজ তবে যাই টিউশনি আছে।
আড্ডা এখানে ইতি।