তার কোন নাম ছিল না
কোন খানে দাম ছিল না
যখন পকেট ছিল ফাঁকা,
লোকে তারে মূর্খ বলত
সঙ্গে গেলে ছেড়ে চলত
আচরন করত সবে বাঁকা।


আজ সবে ছালাম ঠুকে
দেখা হলে নেয় যে বুকে
ভুল বললেও ঠিক,
সবখানে পরে ডাক
যেখানে যাও তার হাঁক
ধিক! মানবতার ধিক!


থাকলে কড়ি পকেট ভরি
সেই সমাজের মানি লোক,
সবাই আজি তাকেই পুঁজি
সেই যেন অমৃর্ত ত্রিলোক।