ভোরের কুয়াশায় স্নাত হয় রাতজাগা আলপথ
দূর্বার ডগায় চিকচিক করে মাঘের শিশির
সরিষার হলুদ পাপড়ি ছেয়ে যায় শুভ্রতায়
আমি হেটে চলি দিকভ্রান্ত পথিক।


দিবাকর উঠে আসে দিগবিজয়ী বীর
অথচ হিমঘরের মোহাচ্ছন্নতায় আমি স্বেচ্ছা বন্দি
ভুলে গেছি কবেই মায়ের কোলের স্নেহভরা ওম
ফুফু-বুবুদের বুকে লেপ্টে থাকা, দাদীর বিছানার কাঁথার গরম।


ভুলে গেছি _ জরীফ উদ্দীন
২৫/০১/২০১৮