বৃষ্টি বৃষ্টি বৃষ্টি !
কিছু বিষাদগ্রস্থ সৃষ্টি।
আরো নতুন কিছু ভয় !
সাথে বাতাসের গান ,
একেবারে মন্দ নয়।
ভিজে যাক, ভিজে যাক


স্তব্ধ নগরের জং ধরা দেয়াল।
ভিজে থাক বসে থাকা,
মুখ ভার করা ভেজা কাক।
পুবের খোলা জানালায়, কারো চোখ ভিজে যায়,
ভিজে যাক অন্ধকার , ভিজে যাক জোছনায়।
ভিজে যাক বারান্দায় , বৃষ্টি ভেজা অধরা থাক।
কিছু বিষাদগ্রস্থ সৃস্টি,সাথে নতুন কিছু ভয়।
আছে প্রেমিকার চোখ রাঙানোর স্বাদ ,
কিছু সপ্নের পরাজয়।
ভেঙ্গে যাক সব চোখের বাধ।
আধো চোখ তবু জেগে থাক,
বৃষ্টিতে আজ ভিজে যাক।
jarnov