আজকের দিনটাকে রংধনু দিয়ে আঁকতে গেলে,
একটি রং কম পাওয়া যাবে।
বৃষ্টির রং হবে লাল ,
ফোটায় ফোটায় ঝরবে অ, আ, ক ,খ।


আমার কবিতাগুলোকে আর ভাষা খুজতে হয়নি ,
সেই রক্তই আজ কালি হয়েছে ,
চিন্হ গুলো নাম পেয়েছে।
“বাংলা” ।।
আমি বাঙালি !


রফিকের শার্টের সেই রক্ত দিয়ে,
আজ আমি কাব্য লিখি।
রক্তাক্ত সেই বুলেটে ভর দিয়ে ,
আজ আমি বাংলায় সপ্ন দেখি।


একুশ শুধু ফেব্রুয়ারী নয় ,
একুশ থাকুক চেতনায় !
বাংলা শুধু ভাষা নয় ,
বাংলা আমার আত্মায়।
রক্তের ঋণ শোধাতে নেই,
শোধাবার নয় !
jarnov