চলে যাবার সময় সন্দিক্ষণে চোখে জল
অশ্রু শিক্ত নয়নে হয়তো থাকবে না কেউ দাড়িয়ে
নির্বাক চাহুনিতে আসা যাওয়ার এই নিয়মে
পেয়েছি কত ভুলে থাকার ক্ষত মনে করতেই
আর চাইনি তবুও কি ভুলে মন স্বপ্নের বির্শজন স্বপ্নরা
আজ দুরে হাড়িয়ে নিশাচর ঐ মূহে ফিরে দেখার আহবানে
মনে পরার সেই দিন কি করে ভোলে মন সময়ের
আলিংঙন জমে থাকা কিছু ঋণ নিচ্ছুপ চলে যাওয়া
নিজেকে প্রশ্ন করা কোথায় গেলো সব হারিয়ে