অভিযোগ গুলো থমকে যায় মিলিয়ে যায় আধাঁরে। স্তব্ধতায় কিছু সন্ধিহান অস্তিতের চিহ্ন বুকে নিয়ে। ক্ষত অভিযোগের পাল্লা ভারীই হলো পেশ কভু হয়নি- মানদন্ডে  অনুভূতি  অকেজো প্রায় বিবেক বুদ্ধি লোপ পাচ্ছে' আমায় তুমি মানবতা শিখাও মানবতা আজ ঘুমাচ্ছে!
চিংকার চেচামেচি সমাজটা ভিন্ন করেছে অন্যায় হয়ে গেছি সব ছিন্ন।ক্ষমতা তুমি  করেছো মহান দিয়েছো জালেম কে
বীরের সম্মান! রক্তের লাল বোঝ  দেখো না চোখের জল বালিশে তুমি নিদ্রা খোঁজো অনাদারে চলছে সব! প্রতিবাদ সেতো মুখের ভাষা ছিলো জন্মান্তর আজ কেন প্রতিবাদী এমন যাযাবর ? স্বাধীন দেশের একটি ভোরের আজো আশা করি বুকে ফুলিয়ে বলতো পাড়ি আমিও প্রতিবাদী।