তুমি ফিরে আস একবার
    হে পথিক,
            তুলে নাও তোমার শ্বাশত পথ।
   দেখ, ঐ পারাবার,
       যেথায় মরছে প্রতিদিন!
       যেথায় ডুবছে প্রতিদিন
       অসংখ্য মানব হৃদয়!
            খুঁজে না পেয়ে পথের দিশা।
       হারিয়ে যেতেছে ভুলে
            অতল অথই জলে।
       ডুবছে অবুঝ প্রাণ
            না বুঝে প্রতিদিন
            নেশার ঘোরে-!
       ভুলছে অমর গান।
       কেন ভুমে আগমন-
           “সব আশা পুড়ে”।
  ওরে অবুঝ মন,
       আস ফিরে একবার
       তুলে নাও সত্যের পথ
       যেখানে মুক্তি সবার।


   দেখ ঐ জীবন তাদের
          যে জীবন সমুদ্রের মত।
          যে জীবনের নেই কোন কিনারা।
      ভয় ছিলনা তাদের বুকে-
                 এতটুকু পরিমান!
      এগিয়েছে একলা পথে
                তুলে উড়ন্ত নিশান,
                ভুলে মান অভিমান।


       হে পথ হারানো পথিক,
         খুঁজে দেখ একবার-
      সেই সব মহা মানবদের
        যারা গৌরব পৃথিবীর।
   তারা তো তোমার মত ছিল না।
          তাদের জীবন ছিল
           আলোর সন্ধানে;
                 পরার্থে__


হায়রে বিষাদের পৃথিবী!
কেন এত কষ্টের ছবি!
      ভেবে দেখ,
সে তো তোমার কারন।
         নষ্ট এ পৃথিবী
সে তো তোমার দান।
তুমি চাইলে সুখে থাকবে
               চাইলে দুখি;
এস সবাই মিলে সব অন্যায় রুখি।


   হে পথিক,
        অজানা পথ ছেড়ে
        চলে এস একবার।
  দেখ, তোমায় স্মরে গৌরব গাঁথা,
        এ পৃথিবী তোমার আমার।
        যে পৃথিবী নিজেই স্তম্ভিত!
         (সে তোমার আচরণে)
       তুমি ফিরে এস সব ভুলে,
       ঝেরে ফেল সব লজ্জা-
       তুমি ব্যথিত ছিলে- তাই,
  দেখ, পৃথিবী করবেই আলোকসজ্জা!


(১৮ জুন, ২০০৪#৩৫০)