বহু রূপে টলমল: কি আছে ঐ অঙ্গে?
রূপ-গুন সমারোহে তুমি অপরূপ!
হৃদয় তোমার আঁশে থাকবেই সঙ্গে
থাক যদি আজীবন; অবলা নিশ্চুপ!
ক্ষণে ক্ষণে রূপ তব সাজে নব রঙ্গে
বছরে ছয়টি ঋতু- ছয়টি ই রূপ-
যে রূপে মোহিত মন– রতন অরুপ
“বুক ভরা সুখ-সখা জন্মেছি এ বঙ্গে।”


হাজারো দুঃখের মাঝে তুমি আছ বেশ
ক্ষণে ক্ষণে দিও মোরে একটু সান্তনা।
বহুরূপে বহুরূপী করে দিও শেষ
কেন করে হানা হানি; কোথা রে- ঠিকানা।
এত রূপ এত গুন হয়ে যাবে শেষ
হয়তো জানা সবার, নয়তো অজানা।


(নভেম্বর, ২০০৩#১৯৫)