দুখিনী-রে কাঁদিস না আর
পাল্টে যাবে দুখের পাতা,
ক্ষণ পরে সুরুয এলে
কেটে যাবে ব্যকুলতা।
তপ্ত নীড়ে বাঁধিস না আর
কল্প-তরু প্রাণের মান,
“সত্য” এসে সোহাগ করে
দিবে চুমে; আলিঙ্গন ।
“অমাবস্যা” আসবে জানিস
অট্ট হেসে দিন কে দিন,
যত্ন করে বাঁচতে হবে
এর মাঝে প্রতিদিন।
হাসি দেখে কাঁদিস না তুই
রঙ্গ-মেলা আর ক’দিন?
রঙ্গ-নেশা কাটবে জানি
উড়ে যাবে দম্ যেদিন।
বর্ষ ঘুরে আসবে দেখিস
স্বপ্ন-সম নতুন বর,
বসন্তটা সুখের গানে
স্বপ্ন দেবে উপহার।


(13 এপ্রিল, ২০১৫#৮৯৪)