এখন একটা দিন, আরেক ফাগুন!
কেন যেন মনে হয় সব ঠিক নেই।
তাকিয়ে পথের ধারে-মন গুন গুন
আনমনা হয়ে রই হারিয়ে সে খেই।
আজ আছি একা আমি- এতটা বছর!
তুমি আছ, তুমি নেই- তুমি থাক কই?
তোমার আশায় মন, শিহরিত রই-
কোমল চুলের ছোঁয়া; মাতাল পরশ!


জীবন তো নেই আর আগের জীবন-
যেখানে আকাশ নামে; রং ধনু মেশে,
আঁধার আলোর মাঝে মোহিত কিরণ
গুন গুন গান গেয়ে সুরে যায় ভেসে।
তোমার চোখের তারা! চোখের মিলন-
আমাকে ভরিয়ে তোলে চেনা সুর এসে।


(১৯ জানুয়ারী ২০১৫#৮৭৫)