করলে তুমি  আঘাত মোরে
   কোন হীরকের বলে?
সে হীরক-ই  চোখ ধাঁধাঁবে
   কালের কপোল তলে!
করলে তুমি  ঘৃণা আমায়
   কোন ভাবনার আশে?
সে ভাবনা-ই  তুলবে তোমায়
   সুমধুর সর্বনাশে!
করলে তুমি  ঋণী আমায়
   কতটা স্বপন দিয়ে?
সে স্বপন-ই  পুড়বে তোমায়
   দুঃখের কুঁজনে নিয়ে।
করলে তুমি  দুঃখী আমায়
   বেড়ে ওঠা অধিকারে,
সে অধিকার  খাবে তোমায়
   নিমিষেই কুড়ে কুড়ে।
করলে তুমি  একা আমায়
   অমোঘ ছলনা দিয়ে,
সে ছলনা-ই  জ্বালাবে দেখ
   তোমার হৃদয় নিয়ে।


তবুও তুমি “শান্ত উদার
  তোমার হৃদয় বড়”,
ও হে স্বদেশ-  তোমার মত
  আমার হৃদয় করো।
বলেছি আমি  পাষাণ সে তো
  একটু রাগের স্বরে,
আমি তো জানি-  তুমি সুন্দর
   আমার মনের ঘরে
স্বর্ণ সুখের  জীবন দিতে
   তুমি যে আমার সব
তোমার জন্য  মুখে আমার
   মধুর সে কলরব!
তুমি আমার  হীরক ভূমি
   হীরকের পূর্ণ খনি
শোনো স্বদেশ;  তুমি আমার
   হৃদয়ের মধ্যমনি।


(অক্টোবর, ২০০৫# ৭২৫)