যদি কখনো  চলে যাই আমি
  দূরে….  অনেক অনেক দূরে-
নিবে কি প্রিয়া   খুঁজে তুমি?
  নাকি যাবে একা সরে?
যতই যেতে চাও  দূর সীমানায়-
     ফিরে যেতে চাও ঘরে,
সঙ্গে তোমাকে    নিতেই হবে
     আমার এ হৃদয়টারে।
শত অবহেলা করে  ফেলে যাও যদি
     একবার নয় বহু বার
এ হৃদয় তবু   যাবে না গো ভূলে
     ভালবাসা নয় ভোলাবার।
যদিবা আকাশ জুড়ে    ব্যথারই ছোঁয়া
    একে দাও দিয়ে প্রেম চিহ্ন
নড়বে না একচুল-    আমার এ মন
    ভাববে না কিছু তুমি ভিন্ন।


(এপ্রিল, ২০০৭#৮৭৪)